
নিউজ ডেস্ক :: জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, রাজি না হওয়ায় স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিলেন স্বামী।
ভারতের উত্তরপ্রদেশে এক নারীকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে ছাদ থেকে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কারণ—তিনি স্বামীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কে রাজি হননি।
ঘটনাটি ঘটেছে রাজ্যের ঝাঁসি জেলার মাউ রানিপুর এলাকায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী তিজা নামের ওই নারীকে দুইতলা বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়ার পর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেম থেকে বিয়ে, এরপর নির্যাতনের শুরু
তিজা জানান, ২০২২ সালে মুকেশ আহিরওয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয় একটি মন্দিরে। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে, পরে বিয়ে হয়। শুরুতে সংসার ভালোই চলছিল, কিন্তু এক বছর পর থেকেই মুকেশ ঘনঘন বাড়ি ছেড়ে দূরে থাকতে শুরু করেন এবং ফিরলে তাঁকে মারধর করতেন।
তিজার অভিযোগ, সোমবার দীর্ঘ অনুপস্থিতির পর বাড়ি ফিরে স্বামী প্রথমে তাঁকে মারধর করেন এবং জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন। পরদিন মঙ্গলবারও একই ঘটনা ঘটে। তিজা রাজি না হওয়ায় রাগে মুকেশ ও তাঁর বাবা-মাকে মিলে তাঁকে দুইতলা বাড়ির ছাদ থেকে ফেলে দেন।
প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার
চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তিজাকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঝাঁসি মেডিকেল কলেজে পাঠানো হয়।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আহত তিজা এখন স্থিতিশীল আছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, “তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এলাকাটিতে এর আগেও গৃহহিংসার একাধিক ঘটনা ঘটেছে, তবে এতো নৃশংস ঘটনা বিরল।
সূত্র: এনডিটিভি।


