
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) চাঞ্চল্যকর অভিযানে স্বর্ণ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জনৈক মো. সোহরাব হোসেন গাজী (৬৪) বরিশাল নগর গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র স্বর্ণ বিক্রির নামে তার সঙ্গে প্রতারণা করেছে। অভিযুক্তরা নগরীর কাউনিয়া থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান মাজারের সামনে সোনার সদৃশ নানা ধরনের মূর্তি ও অলংকার দেখিয়ে তার কাছ থেকে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আত্মসাৎ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারকরা যে পণ্যদ্রব্য দেখিয়েছিল সেগুলোর মধ্যে ছিল:
ঘোড়া ও হরিণের মূর্তি (২টি)
লোকনাথ ও মনষা মূর্তি (৩টি)
কানের দুল, ঝুমকা, গলার লকেট ও চেইন, হাতের বালা ও চুরি, পায়ের নুপুর, চুলের খোপার ঝুমকাসহ মোট ৯৫টি অলংকার
এসবের মোট মূল্য দাবি করা হয় প্রায় ৫ লক্ষ টাকা।
অভিযোগ পাওয়ার পরপরই গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। গতকাল ১০ জুলাই রাত ৮টা ৪৫ মিনিটে কাউনিয়ার টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান মাজারের সামনে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
1. মো. রিয়াজ হাওলাদার (৪৫) — পিতা: ওহাব হাওলাদার, ঠিকানা: দক্ষিণ রাফিয়াদী, চাঁদপাশা, এয়ারপোর্ট থানা, বরিশাল।
2. শ্যামল হাওলাদার (৭৩) — পিতা: মৃত বিষেশ্বর হাওলাদার।
3. মো. মনির মজুমদার (৪৪) — পিতা: মৃত সাহেদ মজুমদার, উভয়ের ঠিকানা: চরকাউয়া, বন্দর থানা, বরিশাল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।