ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর ‘কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।

রোববার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে ‘কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড স্থাপন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি ওই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মাঈনুল ইসলাম মন্নানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত অতিথিদের মিষ্টিমুখের আয়োজন করেন। প্রধান শিক্ষক বলেন, নতুন নামের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটেছে। আমরা শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। এদিকে বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টাইমলাইনে পক্ষে-বিপক্ষে স্থানীয়দের অনেককে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে পরিচালিত হয়ে আসছিল। এবার সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের মতো এখানেও হলো।