
নিজস্ব প্রতিবেদক :: চাকরি স্থায়ীকরন ও করপোরেশনের সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল ১১ টায় কর্পোরেশনের সামনে বঞ্চিত প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারী এ বিক্ষোভ করে।এ সময় তারা বলেন সম্পূর্ণ বেআইনিভাবে দীর্ঘ বছর ধরে খামখেয়ালির আশ্রয় নিয়ে তাদের চাকুরী স্থায়ী করা হচ্ছে না।বিগত সময়ে মেয়র ও প্রধান নির্বাহীদের কাছে দাবি উত্থাপন করেও কোন সুফল তারা পাননি। যে কারণে তারা এ আন্দোলনের নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।প্রসঙ্গত গত দুইদিন ধরে এ আন্দোলন করে আসছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা।


