
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর (২৩ জুলাই) বুধবার একাধিক কর্মসূচিতে অংশ নেন।
সকালে তিনি মোসলেম আলী খান দাখিল মাদ্রাসা ও মসুরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এরপর মাধবপাশা ইউনিয়নের লাফাদি এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন।
বিকেলে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন তিনি। পরে রহমতপুর বাজারে সর্বসাধারণের মধ্যে গণসংযোগ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, মাধবপাশা ইউনিয়ন আমীর সৈয়দ আলতাফ হোসেন, রহমতপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহ, শিবির সভাপতি সৌরভ সর্দারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
প্রার্থী বাবর বলেন, “এই জনপদের উন্নয়ন এবং ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জনগণের সঙ্গে থেকে কাজ করতে চাই।”