
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বিধিমালার মধ্যে থেকে জাতীয়তাবাদের স্বপক্ষে দাঁড়ানোর অঙ্গীকার চিকিৎসক, নার্স ও স্টাফদের ষোষনা দিয়েছেন বিএনপি সমর্থিত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্টাফরা। আজ রবিবার বেলা ১২টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেন তারা।বরিশাল ট্যুর গাইড
সভায় প্রধান অতিথির বক্তব্যে, বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের সাবেক হুইপ এবং আসন্ন নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব সৃষ্টি হবে। দেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। আজ তারা ভোটের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। সেই অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম। ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। যারা গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়েই তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ড্যাব, শেবাচিম শাখা সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মহান স্বাধীনতা ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক না দিলে আমরা বাংলাদেশ পেতাম না। ১৯৭৫-এর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব না হলে আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হতে না। ঠিক তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট এই স্বৈরাচারের পতন ঘটে। তাই দেশকে একটি গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যেতে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু এক গোষ্ঠী এই নির্বাচনকে বান চার করা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সভার বিশেষ অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ড্যাব, বরিশাল জেলা শাখা সভাপতি ডা কবিরুজ্জামান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বিধিমালার মধ্যে থেকে জাতীয়তাবাদের স্বপক্ষে দাঁড়াবে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার আয়োজনে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড্যাব শেবাচিম শাখার সাধারন সম্পাদক ডা. আবদুল মুনয়েম সাদ, শিক্ষক সমিতি‘র সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. শিহাবউদ্দিন শিহাব, শেবাচিমের মিড লেবেল ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত, শেবাচিম শাখা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা ফয়সাল আহমেদ, ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজাসহ নার্স, শেবাচিম ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ক্যাপশনঃ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের সাবেক হুইপ এবং বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।


