ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রের অ র্থে র অভাব পড়ল কোথায়, জানতে হবে : রনি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৪, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় জনগণের কাছে সরকারের পক্ষ থেকে টাকা ও রক্ত চাওয়া হয়েছে। রক্ত চাওয়ার বিষয়টি ঠিক আছে। কিন্তু টাকা চাওয়া অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। আমি এর নিন্দা জানাচ্ছি।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, সমালোচনার মুখে টাকা চাওয়ার পোস্টটি প্রত্যাহার করা হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, তারা কাজটি অন্যায় করেছেন।

তিনি বলেন, গত বছরের বন্যার পর এই ত্রাণ তহবিলে প্রায় ৩০ কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা।
আমাদের জানামতে, ত্রাণ তহবিলে হাজার হাজার কোটি টাকা রয়েছে। সেখানে জনগণের কাছে ভিক্ষা চাওয়া হচ্ছে। রাষ্ট্র কি এতই গরিব হলো? এতো বড় একটি দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়ল কোথায়? এটা জানতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের জায়গায় থেকে এ ধরনের অপরাধ বা ভুল ক্ষমা করা যায় না।
এটা জনরোষ সৃষ্টি করছে। ফলে সবাই কথা বলছে।