ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাতারহাটে পদ্মা হাসপাতালের দুই চিকিৎসকের বি*রু*দ্ধে গা*ফি*ল*তির অভি*যোগ- প্রিম্যাচিউর নবজাতকের মৃ*ত্যু!

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৮, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পাতারহাটে অবস্থিত পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় এক প্রিম্যাচিউর নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ডাক্তার মাহমুদা জাহান মিতু ও ডাক্তার শফিকুল ইসলাম ফারাবীর ভুল সিদ্ধান্তের কারণেই সাত মাসে জন্ম নেয়া নবজাতকটি মারা গেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শিশুটি ছিল মাত্র সাত মাসের প্রিম্যাচিউর (অকাল জন্ম)। জন্মের পরপরই তার জন্য প্রয়োজন ছিল ইনকিউবেটর, NICU, অক্সিজেন এবং বিশেষায়িত নবজাতক সেবা।

অথচ পদ্মা হাসপাতালে এসব কোনো সুবিধাই নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে কীভাবে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সিজার করালেন চিকিৎসকদ্বয়?
সিজার অপারেশনটি পরিচালনা করেন
ডা. মাহমুদা জাহান মিতু, ডা. শফিকুল ইসলাম ফারাবী।

পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসকরা ভালোভাবে জানতেন এই হাসপাতাল NICU সুবিধাহীন, তবুও তারা শুধু লাভের আশায় অপ্রস্তুত পরিবেশেই শিশুটির জন্মগ্রহণ করান। ফলে শিশুটির মৃত্যু হয় অতি দ্রুত।