
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫ নং রহমতপুর ইউনিয়নের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর রহমতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল করিম মোকলেছ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আরিফুর রহমান জুলহাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুবেল মিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম নওশাদ। সহ-সভাপতি পদে রয়েছেন স্বপন আকন, রাসেল হাওলাদার, ওয়াহেদ খা, রহিম হাওলাদার, এনায়েত আকন, পলাশ হাওলাদার, আবু তালেব আকন ও সেকান্দার বেপারী। সহ-সাধারণ সম্পাদক মনির আকন, রিয়াজুল আকন, রানা আকন, সুমন হাওলাদার, মিন্টু হাওলাদার ও ফারুক আকন। সাংগঠনিক সম্পাদক রাকিব হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক সিকদার, রাসেল ফকির, আসাদুল খান, মিলন বেপারী, মিন্টু হাওলাদার ও আল আমিন বেপারী। প্রচার সম্পাদক মিঠু হাওলাদার, সহ-প্রচার সম্পাদক তানভীর আহম্মেদ, আল আমিন হাওলাদার, বছির হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম ইমন এবং সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাব্বি আকন। বাদল হোসেন প্যাদা দপ্তর সম্পাদক এবং সাইদুল আকন সহ দপ্তর সম্পাদক। শিমা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন শারমিন আক্তার, শিউলি আক্তার, সুমি বেগম ও তাহেরা আক্তার রানী। ফিরোজ ফকির ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক রয়েছেন সাইদুল খান।মামুন বেপারী ক্রীড়া বিষয়ক সম্পাদক, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন সজিব হাওলাদার ও মোঃ রাজীব। সদস্য হিসেবে রয়েছেন—শাওণ হাওলাদার, মিজানুর রহমান, বেল্লাল ফকির, আক্কাস, শহিদ, কালু বেপারী, ফারুক, খোকন আকন, শহিদুল ইসলাম ও মোঃ জুয়েল। রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


