ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি স ভা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে জোনাল অ্যাডভোকেসি সভা
গতকাল নগরীর অশ্বিনী কুমার টাউনহলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তিনি বলেন, টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টিকা পাওয়ার যোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তাদের জন্ম নিবন্ধন দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এসময় তিনি সিটি কর্পোরেশন এলাকায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ কর্মদিবস পর্যন্ত চলবে। এবছর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৯৭ হাজার । এরমধ্যে স্কুল পর্যায়ে ৬৫ হাজার এবং কমিউনিটি পর্যায়ে ৩২ হাজারকে টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনা হবে। তন্মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে।

সিটি কর্পোরেশনের সচিব রুম্পা সিকদারের সভাপতিত্বে এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্র’র সঞ্চালনায় অ্যাডভোকেসি সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন এসএম মঞ্জুর-এ-এলাহী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন, ইউনিসেফ বরিশালের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন বক্তৃতা করেন।