
নিজস্ব প্রতিবেদক :: সবুজ প্রকৃতি, পরিবেশ সচেতনতা ও মানুষের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা বাড়াতে বরিশালে বেলস পার্কে বিভাগীয় বৃক্ষমেলা ৩১ জুলাই উদ্বোধন হতে যাচ্ছে জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের আয়োজনে এবারের মেলায় অংশ করছে অসংখ্য প্রতিষ্ঠান।
সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায় ঘন সবুজের সমারোহ। নানান সৌন্দর্য বর্ধনকারী, বনজ, ফলজ ও ঔষধী গাছের পসরা বসেছ স্টলগুলোতে। ফুল গাছে ফুটে আছে নানান বৈচিত্রময় দেশী-বিদেশী ফুল।
মেলায় থাকবে নানা প্রজাতির ফলদ ও ফুলের গাছের প্রদর্শনী ও বিক্রয়।
ফলদ গাছের মধ্যে থাকছে—
🍇 বিভিন্ন প্রজাতির আঙ্গুর গাছ
🍏 আপেল গাছ
🍓 স্ট্রবেরি গাছ
🍈 বিলুপ্তপ্রায় কাউফল গাছ
🍐 পেয়ারা গাছ
🖤 কালো আঙ্গুর গাছ, ইত্যাদি….
ফুলপ্রেমীদের জন্য থাকবে মনকাড়া ফুলের গাছের সম্ভার—
🌹 গোলাপ গাছ
🌼 চামেলি গাছ
🌸 জুঁই গাছ
🌿 হাসনাহেনা গাছ
🌺 কৃষ্ণচূড়া গাছ, ইত্যাদি……
বৃক্ষ মেলায় শুধু গাছ নয়, পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে থাকবে সচেতনতামূলক স্টল ও নানা প্রদর্শনী। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগ্রহীদের জন্য এই মেলা হতে পারে একটি দারুণ সুযোগ।