ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রা ণ গেল পথচারীর, আ*হ*ত ৫

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে।
জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ঢালে রামপট্টি স্টেশনসংলগ্ন বালুর মাঠের সামনে মো. বাহির (৪০) বাজার করতে বের হন। তখন পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ দিকে একই এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে বরিশালগামী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গাছ না থাকলে বাসটি হয়তো রাস্তার ধারের বিলে পড়ে যেত। তখন হতাহতের আশঙ্কা বেশি থাকতো।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’