ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ইকো অলিম্পিয়াড’র সফল ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো “ইকো অলিম্পিয়াড ২০২৫”-এর ফাইনাল রাউন্ড। পরিবেশবাদী যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়ুথনেট গ্লোবাল’র আয়োজনে-উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা অফিসের সহযোগিতায় আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে জেলার ৮টি স্কুল ও ২টি কলেজের মোট ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলার সহকারী পরিচালক আনজুমান নেছা, ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন। ইকো অলিম্পিয়াডের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের মধ্যে পরিবেশ নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা। ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ বলেন, “জলবায়ু সংকট ও প্লাস্টিক দূষণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা ঝালকাঠির শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে চাই। ইতোমধ্যে পুরো বরিশাল বিভাগে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ জানান, প্রথম ধাপে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,০০০ শিক্ষার্থী জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এখান থেকে নির্বাচিত ২০০ জন শিক্ষার্থীকে দ্বিতীয় রাউন্ডে কুইজ ও কর্মশালার মাধ্যমে চূড়ান্ত ৬ জন শিক্ষার্থীকে (২টি গ্রুপ, প্রতি গ্রুপে ৩ জন) ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচন করা হয়।
ফাইনাল রাউন্ড শেষে বিজয়ী ৬ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ইকো অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি পরিবেশ রক্ষার জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করার একটি আন্দোলন। ইয়ুথনেট গ্লোবাল শুধু বরিশাল বিভাগেই নয়, বাংলাদেশের ৫২টি জেলায় তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু আন্দোলনে যুক্ত করেছে।” অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই উদ্যোগটি ঝালকাঠিতে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।