ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে বাবুই পাখির বাসা ও ডিম ধ্বং*স, এলাকাবাসীর ক্ষো*ভ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উত্তর আমখোলা গ্রামে ধ্বংস করা হয়েছে প্রাকৃতিকভাবে বিরল ও নিপুণভাবে তৈরি বাবুই পাখির ৩০টিরও অধিক বাসা এবং ২০টিরও বেশি ডিম।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আমখোলার সিদ্দিক মোল্লা নামের এক ব্যক্তি তার ধানক্ষেতের পাশে থাকা তালগাছে বাবুই পাখির গড়া বাসাগুলোর উপর বাঁশ দিয়ে আঘাত করে সেগুলো ভেঙে ফেলে এবং ডিমসহ নামিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা সিদ্দিক মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, তালগাছের সংখ্যা কমে যাওয়ায় বাবুই পাখির আবাসন সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। একসময় গ্রামীণ বাংলাদেশে বাবুই পাখির উপস্থিতি ছিল খুবই স্বাভাবিক, কিন্তু এখন তা বিলুপ্তির পথে। এ অবস্থায় টিকে থাকা কিছু বাবুই পাখির এমন নির্মমভাবে আবাসন ধ্বংস করাকে পরিবেশপ্রেমীরা ‘ন্যাক্কারজনক’ বলে মন্তব্য করেছেন।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali-ALP ও Voice For Voiceless এক যৌথ বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংগঠন দুটি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি নিরীহ পাখির জীবন নয়, পুরো পরিবেশ ব্যবস্থার উপরই নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।”
পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।