ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে রাস্তায় কচুগাছ রো*প*ণ করে মানব*ব*ন্ধ*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির রাজাপুর উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে কচুগাছ রোপণ করে ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দাসহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এবং সমাজসেবীরা।

বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন আরাফাত, সিদ্দিকিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

এ সময় বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ ৫৪ বছরেও পাকা হয়নি। বর্ষা মৌসুমে এ রাস্তা কাদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ শত শত মানুষকে চরম দুর্ভোগে পোহাতে হয়।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।