ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁ*দা*বা*জ-দ*খ*ল*দাররা বিএনপির লোক নয় : দুদু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৯, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চাঁদাবাজ-দখলদাররা কেউই বিএনপির লোক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘কিছু দুষ্ট লোক আছে, যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে। চাঁদাবাজ, দখলবাজরা বিএনপির লোক নয়। তাদের ধরে আইনে আওতায় সোপর্দ করবেন।’

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। বিএনপি ন্যায্যতার ভিত্তিতে একটি সরকার গঠন করবে। এ সরকারের অধীনে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, শ্রমিক তার মজুরি পাবে। শহীদ জিয়া আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। খালেদা জিয়া, তারেক রহমান আমাদের সামনে ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত। সুতরাং আগামীর সরকার হবে মানবিকতার সরকার।’

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এলাকার কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন।