ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শের-ই-বাংলা মেডিকেল সংস্কারের দা বি যৌ ক্তি ক, যা মেনে নেয়া অপরিহার্য। -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর।

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১১, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শের-ই-বাংলা মেডিকেল সংস্কারের জন্য দীর্ঘ ১৫ দিন আন্দোলন চলমান আছে। ছাত্র সমাজ ও আপামর জনতার চলমান আন্দোলনের দাবিগুলো যৌক্তিক এবং যা মেনে নেয়া অপরিহার্য।

শের-ই-বাংলা মেডিকেল বরিশাল বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্র, কিন্তু এখানে অপরিচ্ছন্নতা, অনিয়ম, অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌছেছে। বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্রে এমন পরিস্থিতি গভীর উদ্বেগের।

আজ ১১-০৮-২৫ তারিখ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন এক যৌথ বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

তারা বলেন শের-ই- বাংলা মেডিকেল সংস্কারের চলমান আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর একাত্মতা প্রকাশ করে এবং ক্যাম্পাস ও শাখা নেতৃবৃন্দ মাঠে ছিলেন।১০ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন।

তারা আরও বলেন শের-ই-বাংলা মেডিকেল সংস্কারে বরিশাল বাসীর চলমান আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। আন্দোলনকারীদের দাবি গুলো মেনে নেয়া অপরিহার্য।
দাবি মেনে শের-ই-বাংলা মেডিকেল সংস্কারে কোন তালবাহানা হলে বরিশাল বাসী কঠোর হতে বাধ্য হবে।

পরিশেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের প্রশাসনিক ও ক্যাম্পাস শাখা নেতৃবৃন্দ এবং আপামর জনতাকে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার আহবান জানান।

বার্তা প্রেরক:
মুমিনুল ইসলাম ইমন
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
বরিশাল মহানগর।