ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৬, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরের অপেক্ষায় বাড়িতে বউ সেজে আছে রুনা আক্তার। সব প্রস্তুতি শেষ। সবাই যখন বরযাত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখনই ঘটে আকস্মিক ঘটনা। মেয়ের বিয়ের দিন আকস্মিক মৃত্যু ঘটে বাবার।

শুক্রবার (১৫ আগস্ট ) ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভ পুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিকভাবে মেয়ের বিয়ের আয়োজন করেন পিতা আজিজুর রহমান (৬৫) ওরফে কালা মিয়া। বর ছিলেন মিরসরাই উপজেলার দক্ষিণ সোনার পাহাড় গ্রামের মৃত নুরুল হকের ছেলে জাহিদ হাসান ।

বরযাত্রী দুপুরে কনের বিয়ে বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পান নবস্ত্রীর বাবার মৃত্যুর সংবাদ। সব আয়োজন সম্পন্ন করার পর নিয়তির বিধানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান কনের বাবা। কিন্তু মেয়ের বিয়ে দেখে যেতে পারলেন না তিনি। এদিকে বাবার মৃত্যুকে মেনে নিয়ে রুনার বিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে আজিজুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরা ইউনিয়নে।