ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামী মব জাস্টিসে বিশ্বাস করে না

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী মব জাস্টিসে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির সাবেক সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় নিহত রূপলাল রবিদাসের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সবাই মানুষ। সবাই আমরা এক আল্লাহর সৃষ্টি। কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে কিভাবে মানুষ মানুষকে পিটিয়ে মারতে পারে? জামায়াতে ইসলামী মব জাস্টিসে বিশ্বাস করে না। কারণ আইন নিজ হাতে তুলে নেওয়ার আধিকার কারও হাতে নেই। ফ্যাসিস শেখ হাসিনাই প্রথম শাহবাগীদের সাঙ্গে নিয়ে মব জাস্টিস তৈরি করে।
গত শনিবার ৯ আগস্ট দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল রবিদাস ও প্রদীপলাল রবিদাসকে পিটিয়ে হত্যা করে একদল উচ্ছৃঙ্খল জনতা। ঘটনার আট দিন পর আজ দুপুরে নিহত রূপলাল রবিদাসের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় তিনি নিহত রূপলালের মেয়ে নুপুরের বিয়েতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে নগদ অর্থ প্রদান করেন।

এর আগে, তিনি সকাল সাড়ে ৯টায় উপজেলার ঘনিরামপুর ঝাকুয়াপাড়ায় জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মাহবুবুর রহমান বাবুলের কবর জিয়ারত করেন। সেখানে ঘনিরামপুর ভাঙ্গা মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর এই নেতা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলমগীর হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, ইসলামের পথে আমাদের কাজ এখনো অনেক বাকি। সামনে আমাদের আরও কাজ করে যেতে হবে। এ সময় তিনি সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে ভাগনি জামাই প্রদীপলাল রবিদাসকে নিয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলা মোড়ে চোর সন্দেহে স্থানীয় উচ্ছৃঙ্খল জনতা রুপলাল রবিদাস ও প্রদীপলাল রবিদাসকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত তরল ও কিছু ওষুধ পেয়ে উত্তেজিত জনতা তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপলালকে মৃত ঘোষণা করা হয় এবং প্রদীপ লাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে গত রোববার (১০ আগস্ট) তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওইদিন রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ওই চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে তারাগঞ্জ থানা-পুলিশের দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দিন ঘটনার সময়ে তারা তারাগঞ্জ থানায় মোবাইল টিমের দায়িত্বে ছিলেন। একইসঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।