
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিষয়ক তিন শতাধিক বই পুড়িয়ে দিল শিক্ষার্থীরা।
বরিশাল বিভাগের বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক ও ইতিহাসভিত্তিক তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং শত শত বই পুড়ে ছাই হয়ে যায়।
শিক্ষার্থীরা দাবি করেছেন, “৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাসহ স্বৈরাচারের সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষকরা আমাদের জানিয়েছিলেন যে, লাইব্রেরি থেকে সব রাজনৈতিক বই সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু আজ দেখলাম বইগুলো এখনো রয়েছে। তাই আমরা ক্ষুব্ধ হয়ে লাইব্রেরি থেকে বইগুলো এনে পুড়িয়ে ফেলেছি।”
তারা আরও বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে, যা তাদের কাজে আসে না। এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।