ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে  ডিসি অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শেবাচিম ও দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে হাসপাতালের সামনে অনশনরত শিক্ষার্থী, অভিভাবক ও আন্দোলনকারীদের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি জানান, তারা আমাদের উপর হামলা করেছে মামলা করেছে। আমরা মনে করছি চিকিৎসকরা সিন্ডিকেট লালন পালন করছে। আমরা তো আছি অতি দ্রুত সরকারি পদক্ষেপে আমাদের প্রতিটি দাবি মেনে নেয়া হোক এবং আমাদের শিক্ষার্থীদের উপর যতগুলো হামলা হয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। রনি জানান, এ আন্দোলন বরিশালবাসীর ন্যায্য আন্দোলন। আমরা দাবী আদায় না হওয়া পর্যন্ত পিছ পা হবো না।