
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: বরিশাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস চাষি নির্বাচিত হয়েছেন গৌরনদী উপজেলার বাসীন্দা কাজী ফেরদৌস। সোমবার বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশালের আয়োজিত বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে কাজী ফেরদাউসকে বরিশাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী (২০২৫) পুরুষ্কার তুলে দেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। পুরস্কার বিতরণ কালে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,কাজী ফেরদাউস এর আগে ২০২৪ সালে গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষি হিসেবে নির্বাচিত হয়ে পুরুষ্কার গ্রহন করেন। কাজী ফেরদাউস বলেন,আমি এই পেশার সাথে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত রয়েছি।