ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নিন বরিশালে জহির উদ্দিন মু. বাবর

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  জনরায়কে মূল্যায়ন করে অবিলম্বে পিয়ার পদ্ধতিসহ জামায়েত ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। ১০ অক্টোবর শুক্রবার পাঁচ দফা দাবি আদায় উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরী টাউন হলে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে কোন ভালো নির্বাচন হয়নি,এসব নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জনরায় কে প্রতিফলন করতে পারিনি এজন্য জামায়াতে ইসলামী প্রচলিত পদ্ধতিতে নির্বাচনে বিরোধিতা করছে। পিআর হলে ১০ টা হুন্ডা ২০ টা গুন্ডার নির্বাচন আর হবেনা এই জন্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পিআর মেনে নিতে চাচ্ছে না। মানবাধিকার ভোটের অধিকার ও দেশের জনগণের মতামত অনুযায়ী দেশ চালানোর জন্য এই ছাত্রজনতার জীবন দিয়েছেন, সেই জনরায়কে উপেক্ষা করে সরকার কোন ষড়যন্ত্র মূলক নির্বাচনের দিকে হাঁটলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের আন্দোলনে প্রতিষ্ঠিত সরকারের কাছে দাবি আদায় করতে রাস্তায় নামতে হবে এটা আমরা প্রত্যাশা করিনা, এই সরকারের কাছে জনগণের মতামত গুরুত্ব পাবে এবং জনগুরুত্বপূর্ণ এই পাঁচ দফা দাবি সরকার মেনে নিবে। এই দাবি আদায়ে আগামী ১২ তারিখ রবিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বরিশাল শহরের আপমর জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

 

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান সুজন ও বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিশাল গনমিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইনরোড হয়ে আবার টাউন হলে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।