
নিজস্ব প্রতিবেদক :: দুদকের প্রসিকিউটর হলেন বরিশালের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী এনায়েত বাচ্চু।
সরকার নিযুক্ত দুদকের প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছেন বরিশালের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী কাজী এনায়েত হোসেন বাচ্চু। গতকাল সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করে। এটি ডেপুটি এ্যার্টর্নী জেনারেল সম মর্যাদার। অবশ্য এর আগে তিনি সরকারের ডেপুটি এ্যাটর্নী জেনারেল হিসাবে নিযুক্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাজী এনায়েত হোসেন বাচ্চু। বাচ্চু বলেন, সকলের দোয়ায় আল্লাহ তাকে এই মর্যাদার পদ প্রদান করেছেন। এ পদে যতদিন দায়িত্বরত থাকব ততদিন দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাবো। এছাড়া তিনি কোতয়ালী বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে বরিশাল বিভাগীয় স্পেশাল পিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।


