ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল রোববার নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া-মোনাজাত এবং দোয়ায় খাজেগান এর আয়োজন করে জেলা দক্ষিণ বিএনপি। সেখানে বিএনপির নেতাকর্মীরা কোরআন শরীফ নিয়ে এসেছিলেন। কোরআন তেলোয়াতের পাশাপাশি নফল নামাজ আদায় করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন। অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, বিএনপি নেতা আলহাজ¦ মন্টু খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আবুল কালাম শাহীন জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।