ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘চাঁদেরহাট স্পোর্টস ক্লাব’

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরমোনাইতে চাঁদেরহাট স্পোর্টস ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে চাঁদেরহাট স্পোর্টস ক্লাব বানান বন্ধুমহল সেভেন স্টার। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে বন্ধুমহল সেভেন স্টারকে ২-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাঁদেরহাট স্পোর্টস ক্লাব। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।বরিশাল ভ্রমণ গাইড

‘খেলাধুলায় মনোনিবেশ কর, মাদকমুক্ত দেশ গড়’ স্লোগান নিয়ে চাঁদেরহাট স্পোর্টস ক্লাবের সাধারন সম্পাদক খন্দকার রাকিবের উদ্যোগে এ ফুটবল মিনিবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল ‘বরিশাল ক্রাইম নিউজ’।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় এ টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধ এবায়েদুল হক চাঁন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল আসাদুজ্জামান খান জুয়েল, স্থানীয় ইউপি সদস্য শীষ মোহাম্মদ মামুন, বরিশাল মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক আবু হানিফ হাওলাদার, চরমোনাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পাখি, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনসহ আরো অনেকে।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।