
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ৮টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “নতুন আঙ্গিকে, বস্তুনিষ্ঠ প্রকাশের অঙ্গীকার”—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংবাদ পরিবেশনে নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে আগামী দিনের প্রকাশনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
বাংলাদেশ বাণীর প্রকাশক এডভোকেট মো. শাহে আলমের সভাপতিত্বে এবং সম্পাদক আযাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো্. রহমাতুল্লাহ, সম্পাদক মন্ডলীর সদস্য মো. সাখাওয়াত হোসেন এবং সাবেক বার্তা সম্পাদক পথিক মোস্তফা।
বক্তারা উল্লেখ করেন, দৈনিক বাংলাদেশ বাণী দেশের অগ্রগতি, গণমানুষের অধিকার ও সত্য সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে ইতোমধ্যেই পাঠকদের কাছে আস্থা অর্জন করেছে। মোবাইল জার্নালিজম ও মাল্টিমিডিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ বাণীর বিশেষ প্রতিনিধি আহমেদ বায়জীদ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল প্রতিনিধিদের বাংলাদেশ বাণীর সম্পাদক আজাদ আলাউদ্দিনের লিখিত ‘মুক্তবুলি’ ম্যাগাজিন এবং বিশেষ প্রতিনিধি গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের লিখিত বই ‘বিশেষ রিপোর্ট ২’ এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রতিনিধিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।


