ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি, কাজী সজল

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২১, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি, কাজী সজল।

বরিশাল কাশিপুর বাজারে গতকাল সন্ধ্যায় ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন। কোন মোটরসাইকেল শোডাউন কিংবা জনভোগান্তি সৃষ্টি করে কর্মসূচী নয়, মানবতার সেবায় দাড়িয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে নগরীর কাশিপুর বাজার এলাকায় এই কার্যক্রমের আয়োজন করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুব নেতা মোঃ কাজী সজল।

স্থানীয় দরিদ্র, ভাসমান ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কাজী সজল ও তার সহযোদ্ধারা। শীতের শুরুতেই এমন উদ্যোগে জনসাধারণের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

এ সময় মোঃ কাজী সজল বলেন, “তারেক রহমান দেশে না থাকলেও জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থেকেই আমরা এমন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

তিনি আরও জানান, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। তারা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও দলের নেতাকর্মীরা ভূমিকা রেখে চলেছে।

কাশিপুর বাজার এলাকায় শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ছিল খুশির ঝিলিক। শীতের দিনে এই সহায়তা তাদের জন্য বড় উপহার বলে জানান তারা।