ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৮, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। রবিবার উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদফতর, ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল।

অভিযানের বিবরণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পাঁচটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।