
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক গ্রেপ্তার।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ঝটিকা অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ছাত্রলীগ নেতার নাম মোঃ তারেক ইসলাম কেডিসি এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে। তিনি ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে আসীন ছিলেন।
জানাগেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কেডিসি এলাকাতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট এর সময় ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ ইনচার্জ গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব, এএসআই জামাল এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।
এদিকে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে বিএনপির অফিস ভাঙচুরসহ ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলা ও বিএনপির অফিস ভাংচুরসহ ৩টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।


