ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় শোক চলাকালে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রীয় শোক চলাকালে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ।

রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিন দিন রাজধানীতে উচ্চ শব্দে গাড়ীর হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

এছাড়াও, রাষ্ট্রীয় শোকের গুরুত্ব বিবেচনা করে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা করা যাবে না বলেও ডিএমপি জানিয়েছে। উল্লেখ্য, ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট এই শোকের সময়ের মধ্যে পড়ায় বিশেষ এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।