
নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদছে বরিশাল বিএনপি।
মঙ্গলবার সকালটি প্রকৃতিগতভাবেই ছিলো কুয়াশার চাঁদরে মোড়ানো। এর মধ্যেই হঠাৎ খবর এলো মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বেগম খালেদা জিয়া। আবহাওয়া আর বেগম জিয়ার মৃত্যুর খবর সব মিলিয়ে যেন পুরো দেশ মুহূর্তেই কালো রং ধারন করে। বরিশাল নগরীতে শুরু হয় দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের ছোটাছুটি। সময়ে সময়ে ভেসে আসছিলো কান্না আর আহাজারির শব্দ। সবার মনে হচ্ছিলো এই দেশ এবং জাতি দেশের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছে। বেলা একটু বাড়ার সাথে সাথে নগর ও জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে চলতে থাকে কুরআন তেলাওয়াত ও দোয়া।
দলীয় কার্যালয়ে আসা মানুষগুলো সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার মাথার উপর থেকে বটগাছটি আজ সরে গেল। যে গাছটি আমি এবং আমাদের দলের নেতাকর্মী একই সাথে দেশের মানুষের মাথার উপর ছায়া হয়েছিলো। তিনি বরিশালে বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন-বরিশালের উন্নয়নের সকল ক্ষেত্রে বেগম জিয়ার হাতের ছোঁয়া রয়েছে। তার কথা বরিশাবাসী কোন দিন ভুলতে পারবে না। তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। একই সাথে দেশবাসীর কাছে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করতে অনুরোধ করেন। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ গ্রহণের জন্য মঙ্গলবার বিকেলেই বরিশাল ত্যাগ করেন মজিবর রহমান সরোয়ার। এদিকে মৃত্যুর খবর শোনার পরপরই কার্যালয়ে দোয়া ও কুরআন খতমের আয়োজন করে বরিশাল বিএনপি। এই দোয়া মিলাদে উপস্থিত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার শিরিন বলেন-আমরা আমাদের মাকে আজ হারালাম। আমরা আজ থেকে এক ধরনের এতিম হয়ে হয়ে গেলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনা মাকে অনেক কষ্ট দিয়েছে। হাসিনার অত্যাচারই তার এই মৃত্যুর কারন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এটাই আমাদের সবার প্রার্থনা। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন- ম্যাডামের মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরনীয় ক্ষতি হলো তা পূরন হবার নয়। তবে এই শোককে আমরা শক্তিতে রুপান্তুরিত করে দেশ গঠন করার কাজে নিয়োজিত থাকব। আমি বিশ্বাস করি তার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ কাঙ্খিত লক্ষে পৌঁছাবে এবং বেগম জিয়ার অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন।
শোক প্রকাশ করতে গিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন-কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে আমাদের ম্যাডামের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। একই সাথে দেশবাসীকেও দোয়া করার অনুরোধ করেন তারা। মহানগরের সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন- শুধু বিএনপির নেতাকর্মীরাই নয় পুরো দেশবাসী ম্যাডামের মৃত্যুর খবরে কাঁদছে। কারন তিনি আমাদের কাছে মায়ের আসনে ছিলেন। দোয়া ও মিলাদে অংশগ্রহণ করা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল অঝোরে কেদেছেন।


