ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করলেন দুই কারারক্ষী

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করলেন দুই কারারক্ষী।

এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করেছেন বরগুনা কারাগারে কর্মরত দুই কারারক্ষী। এসময় স্থানীয় সাংবাদিকদের বাধার মুখে শিকার করা পাখিভর্তি একটি ব্যাগ ও এয়ারগানসহ মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের সড়কে এ ঘটনা ঘটে।

পাখি শিকারে জড়িতরা হলেন- বরগুনা কারাগারের কারারক্ষী মো. হাফিজুর রহমান এবং সহকারী প্রধান কারারক্ষী মো. রফিকুল ইসলাম।

জানা গেছে, এর আগেও মো. রফিকুল ইসলাম পাখি শিকারের সময় সাংবাদিকদের বাধার মুখে পড়েছিলেন। সে সময় তিনি ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনায় কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের দুজন সাংবাদিক পেশাগত কাজে বের হলে তারা আব্দুল কাদের সড়কে ওই দুই কারারক্ষীকে এয়ারগান দিয়ে পাখি শিকার করতে দেখেন। তারা প্রতিবাদ জানালে অভিযুক্তরা সঙ্গে থাকা ব্যাগভর্তি শিকার করা পাখি ও এয়ারগান নিয়ে মোটরসাইকেলে দ্রুত চলে যান।

সাংবাদিকরা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, মো. হাফিজুর রহমানের হাতে একটি ডাহুক পাখি এবং মো. রফিকুল ইসলামের হাতে একটি এয়ারগান। সাংবাদিক পরিচয় দিয়ে পাখি শিকার বন্ধ করতে বললে তারা পালিয়ে যায়। মোটরসাইকেলে বাঁধা ব্যাগে অন্তত ২৫টি শিকার করা পাখি ছিল।

ঘটনার বিষয়ে কারারক্ষী মো. হাফিজুর রহমান বলেন, আমি ছুটিতে ছিলাম। সকালে মো. রফিকুল ইসলাম আমাকে সঙ্গে নিয়ে বের হন। আমি আমার মোটরসাইকেল নিয়ে বের হলে তিনি পাখি শিকার করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং এয়ারগান জব্দ করা হয়। আমার কাছ থেকেও লিখিত ব্যাখ্যা নেওয়া হয়েছে।

অন্য অভিযুক্ত সহকারী প্রধান কারারক্ষী মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বরগুনার পরিবেশকর্মী মুশফিক আরিফ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এয়ারগান দিয়ে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে বন বিভাগের বরগুনা রেঞ্জ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।