
নিজস্ব প্রতিবেদক :: খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
তবে বালা নন্দা শর্মা আগামীকাল কখন ঢাকায় পৌঁছাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্কর, পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা বুধবার ঢাকায় আসবেন।
প্রসঙ্গত, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়াবেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।


