ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মোহাম্মদ সালমান (৭)। সে ওই এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি ঘরে কম্বল জড়িয়ে ঘুমিয়ে ছিল। ঘরে থাকা মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

প্রতিবেশী জয়নাল আবেদিন বলেন, ওই শিশুর মা রুমা আক্তারের ডিভোর্স হওয়ায় সে তার নানির সঙ্গে থাকে। শিশুটি মানসিক প্রতিবন্ধী। তাঁকে বাসায় রেখে নানি কাজে বের হলে রাতে শিশুটি অগ্নিদগ্ধ হয়। মশার কয়েল থেকে আগুন প্রথমে কম্বলে পরে গ্যাস লাইটারে লাগলে লাইটার বাস্ট হয়ে মুহূর্তেই আগুনে পুড়ে যায় শিশুটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস শফিউল কবির মজুমদার বলেন, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।