নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতেই মরিয়মকে হত্যা করেন মা ও চাচা!
বরিশাল বিভাগের পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভালক গ্রামে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮ বছরের শিশু মরিয়মকে হত্যার কথা স্বীকার করেছেন শিশুটির আপন চাচা সেন্টু ও মা রিনা।
এ ঘটনা নিয়ে আজ বুধবার বেলা ১২টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম।
এসপি জানান, মরিয়মকে হত্যার ঘটনায় তার বাবা মো. মকবুল হোসেন মৃধা বাদী হয়ে দশমনি থানায় অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মরিয়মের চাচা সেন্টু পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মরিয়মের মায়ের সঙ্গে আত্মীয়দের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলমান। তাঁদের ফাঁসাতে অনেক দিন ধরে মরিয়মের মা ও চাচা পরিকল্পনা করে আসছেন।
এসপি সাইদুল ইসলাম বলেন, সেন্টুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি উদ্ধার করা হয়েছে। মরিয়মের মা রিনা বেগমকে আটক করা হয়েছে। সেন্টুকে জেলহাজতে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার, পটুয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু।