
নিউজ ডেস্ক ::বিএনপির ৭০ নেতাকর্মী গ্রেফতার।
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার আশঙ্কায় রাজশাহীতে ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরতালে নাশকতা করতে পারে এমন চিহ্নিত বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আমাদের অভিযান চলমান। গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে।
তবে গ্রেফতারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিএনপি।


 

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                    