ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে মাইক্রোবাসে আগুন

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৩, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে বিয়ের আয়োজনে যোগ দিতে মাইক্রোবাস যোগে যাচ্ছিল বরযাত্রী। নামাজের সময় হলে সড়কের পাশে মাইক্রোবাস থামিয়ে সবাই মসজিদে যান। এ সময় আগুন লাগে মাইক্রোবাসটিতে। সবাই নামাজে যাওয়ায় খালি গাড়ি পুড়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোমবার (১৩ মে) বিকেলে নগরীর কাশিপুর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, বরিশাল সদর উপজেলার রায়পাশা বারুজ্জেরহাট এলাকা থেকে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মাদারীপুরে যাচ্ছিল। পথে কাশিপুর চৌমাথায় এসে বরযাত্রীসহ সকলে নামাজের জন্য মসজিদে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই মাইক্রোবাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, মাইক্রোবাসটিতে বরসহ ৭ জন যাত্রী ছিলেন। সবাই নামাজে যাওয়ায় কেউ আহত হননি।

বরিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম রসূল জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লেগেছে।