নিজস্ব প্রতিবেদক :: চরমোনাইতে বৃদ্ধকে কুপিয়ে পিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই!
বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় পূর্ব শত্রুতার জের ধারে রফিক খান নামে ষাট বছরের এক বৃদ্ধ কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গত ১২ এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৌকিদার বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বৃদ্ধ রফিক খান কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রফিক ওই এলাকার মৃত কাজল খা,র ছেলে।
আহত রফিকের ছেলে সজীব জানান, সজীবের বড় ভাই সোহেল চরমোনাইয়ের বুখাইনগর বাজারের একজন রড সিমেন্ট ব্যবসায়ী। ঘটনার দিন রবিবার সোহেলের রড সিমেন্টের দোকান থেকে বাবা ৩ লাখ টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ চৌকিদার বাড়ির সংলগ্ন স্থানে আসলে প্রতিপক্ষ খোরশেদ চৌকিদার তার সহযোগী মুনা বেগম তাকে পথ রোধ করে। এক পর্যায় পূর্বপরিকল্পিত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে সাথে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।