
নিউজ ডেস্ক :: হজযাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে দুই হজ এজেন্সির তিন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের হজ শাখা।
নিষেধাজ্ঞা পাওয়া ওই কর্মকর্তারা হলেন, আল রিসান ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মিয়া, দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবু।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মৌসুমে আল রিসান ট্রাভেল এজেন্সির অধীনে ৪৪৮ জন হজযাত্রী নিবন্ধন করেন। তবে ওই এজেন্সি কোনো হজযাত্রীকে এখন পর্যন্ত ভিসা দেয়নি। এমনকি তাদের শীর্ষ কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করা যায়নি। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ৪৪৮ জনের হজযাত্রা।
একই অভিযোগ দিয়া ইন্টারন্যাশনাল নামের আরেক এজেন্সির বিরুদ্ধেও। ২০ জন হজযাত্রী ওই এজেন্সি থেকে নিবন্ধন করেন। তবে তারাও এখনো ভিসা পাননি।