নিজস্ব প্রতিবেদক :: বরিশালের নতুন মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
১৪ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষে ৩০টি ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
এছাড়াও প্রস্তুতি সভায় অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড কে বি এস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সভায় আগামী ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহনের বিষয় বক্তব্য এবং আলোচনা করেন।