ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে বরিশাল  র‍্যাব-৮

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৯, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে বরিশাল  র‍্যাব-৮

 

বরিশালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও বন্যাদূর্গত মানুষের মাঝে শুকনো খাবার, ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে র‍্যাব-৮।

মানবিক কাজের অংশ হিসেবে এই কার্যক্রম করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোলা,পটুয়াখালী, বরগুনাসহ র‍্যাব-৮ বরিশালের আওতাধীন বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় রিমলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

র‍্যাব-৮ বরিশালের অধিনায়ক লে: কর্ণেল যুবায়ের এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমে বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ,অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় শুকনো খাবার বিতরণ করেন মেজর জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয় মেজর জাহাঙ্গীর উপস্থিত সাংবাদিকদের বলেন, র‍্যাব প্রতিষ্ঠানলগ্ন থেকেই দেশ ও দেশের মানুষের পাশে রয়েছে। তাদের জন্য কাজ করে যাচ্ছে। যে কোন দূর্যোগ কিংবা সংকটের মুহূর্তে র‍্যাব তার মানবিক কাজের ধারা বজায় রাখছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের আমরা সামান্য কিছু সহযোগীতা করেছি। তবে র‍্যাব সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।