ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সীমানা দেয়াকে কেন্দ্র করে রক্তাক্ত, আহত ৪

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৪, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: কলাপাড়ায় সীমানা দেয়াকে কেন্দ্র করে রক্তাক্ত, আহত ৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জমির সীমানা দেয়াকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার বিকেল চারটার দিকে উপজেলার উত্তর নাচনাপারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে আল আমিন, আল আমিন এর স্ত্রী আলেয়া বেগম, ছেলের শাকিল আহমেদ ও মেয়ে মুনিয়া আক্তার।
এদের মধ্যে গুরুত্বর আলামিন কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।

আহত আল আমিন জানান, দীর্ঘদিন ধরে আল আমিন ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আলী আকাব্বর ছেলে জাহিদুল ও তাদের পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন রবিবার বিকেলে সীমানা দেয়াকে কেন্দ্র করে আলামিনের সাথে জাহিদুলের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে জাহিদুল ও তাদের মেয়ে জামাই বাইজিদ, স্ত্রী শিরিনা, ভাইয়ের স্ত্রী বিউটি, মেয়ে তামান্না সহ অজ্ঞাতনামা চার-পাঁচজন সহযোগী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আলামিনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আলামিন কে বাঁচাতে স্ত্রী আলেয়া বেগম ছেলে শাকিল ও মেয়ে মুনিয়া আসলে তাদেরকেও পিটিয়া আহত করেন জাহিদুল সহ অন্যান্য সহযোগীরা।
অভিযোগ রয়েছে প্রতিপক্ষ হামলাকারী জাহিদুল একজন মাদক ব্যবসায়ী।
মাদকের ব্যবসার পাশাপাশি নেশা করে প্রায় সময় মাতলামি করেন। এমনকি আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়।
জাহিদুল আইনের নিয়ম কানুন তোয়াক্কা করছেনা। এদের ভয়ে আমরা কেন এলাকার মানুষ ও আতঙ্ক রয়েছে।
জাহিদুল সহ অন্যান্য হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন আহতদের পরিবার।