ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ত্রিদেশীয় সিরিজ, খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৬, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ক্রিয়া ডেস্ক :: বরিশালে ত্রিদেশীয় সিরিজ, খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান।

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। বড় এই আসরকে সামনে রেখে চলছে প্রস্তুতির কাজ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলার প্রস্তাবনা রয়েছে। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে স্টেডিয়ামের উইকেট থেকে শুরু করে মাঠ, প্যাভিলিয়ন ও গ্যলারির কাজ চলছে নিরবিচ্ছিন্ন ভাবে।

 

নারী ত্রিদেশীয় এই ক্রিকেট সিরিজে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তান টিম অংশ গ্রহণ করার কথা রয়েছে। তাই আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার মাঠ তৈরি করতে চলছে নিরলস প্রচেষ্টা। ত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ অফিশিয়াল, ড্রেসিং রুম, প্রেস বক্স, পাচঁতলা প্যাভিলিয়নসহ সব কিছুতেই রয়েছে আধুনিকায়নের ছোয়া।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, টি-টোয়েন্টি ও ৫০ ওভারের তিন দিনের তিনটি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই সিরিজে। স্টেডিয়ামটি প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর হলেও দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরিত হতে যাচ্ছে।

সূত্র : বাসস