ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মনির হোসেন, আগৈলজাড়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রী চেয়ারম্যান নির্বাচিত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের বরিশালের গৌরনদী ও আগৈলজাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মনির হোসেন ও যতীন্দ্র নাথ মিস্ত্রী। এদের মধ্যে মোঃ মনির হোসেন মিয়ার প্রতীক কাপ-পিরিচ ও যতীন্দ্র নাথ মিস্ত্রীর প্রতিক দোয়াত-কলম।

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গৌরনদী উপজেলার ৬৯টি এবং আগৈলজাড়া উপজেলার ৬০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলা পরিষদের মিলনায়তনে রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার নির্বাচিত হন।

এদিকে আগৈলজাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সঞ্জয় বাড়ৈ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাফিজা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোসেন পেয়েছেন ৪০ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছুর রহমান হারিছ পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট।

অন্যদিকে আগৈলজাড়ায় চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী পেয়েছেন ২৬ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত পেয়েছেন ২৫ হাজার ৮৬৯ ভোট।