ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩

বরিশাল নগরীতে অবৈধ সংযোগে বিদ্যুৎ চুরি, আ.লীগ নেতার নামে মামলা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে শফিকুল ইসলাম বাবু নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

অভিযুক্ত শফিকুল ইসলাম বাবু নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকার গত বুধবার বরিশাল আদালতে মামলাটি করেন।

বিচারক গৌতম কুমার ঘোষ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

প্রকৌশলী সুব্রত মালাকার জানান, আওয়ামী লীগ নেতা বাবু কোনো মিটার ব্যবহার না করেন না। সঞ্চালন লাইনে সরাসরি হুক লাগিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পাশাপাশি লাইনের অবৈধ তার জব্দ করা হয়।