ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় চরে  অর্ধগলিত মাথাবিহীন বিশাল আকৃতির তিমি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় চরে  অর্ধগলিত মাথাবিহীন বিশাল আকৃতির তিমি

 

বরগুনা জেলার পায়রা নদীর তীরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মৃতদেহ। তবে সেটির মাথা নেই। সোমবার (১ জুলাই) বিকেলে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে পায়রা নদীর তীরে ভেসে আসা তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তবুও নাক চেপে তিমি দেখতে আসছেন শত শত মানুষ।

বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, রোববার রাতে জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউনুস মৃধা আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, নদীর তীরে একটি মৃত তিমি ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বন বিভাগকে খবর দেয়া হয়েছে। মৃত তিমিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বরগুনায় কোনো টিম নেই। পটুয়াখালীতে একটি টিম আছে। তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।