ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দরজার পাশে গর্ত খুঁড়তেই বেরিয়ে এলো ৫০ টি বিষধর সাপ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৪, ২০২৪ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দরজার পাশে গর্ত খুঁড়তেই বেরিয়ে এলো ৫০ টি বিষধর সাপ

নাটোরের গুরুদাসপুরে এক বাড়ি থেকে পাওয়া গেল ৫০টি বিষধর সাপের বাচ্চা। বুধবার (৩ জুলাই) উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকার পাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়। সাপ উদ্ধারের পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।

সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কৃষক আব্দুল মতিন জানান, ‘দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করছেন। হঠাৎ বুধবার সকালে দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি। এরপর সাপটিকে মারতে গেলে গর্তের ভেতরে লুকিয়ে পড়ে। প্রতিবেশি কয়েকজন যুবকের সহযোগিতায় গর্তগুলো লোহার সাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে একের পর এক সাপের বাচ্চা ও বড় সাপ বের হয়। প্রায় এক ঘণ্টা খুঁড়ে ছোট বড় ৫০টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে।’

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, ‘আব্দুল মতিনের বাড়ি থেকে সাপগুলো বের হওয়ার পর থেকে গ্রামবাসী এবং প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনিক ভাবে নিয়মিত তল্লাশি চালিয়ে এই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।

এ বিষয়ে পরিবশেকর্মীরা বলছেন, সাপগুলোকে না মেরে পরিবেশকর্মী, বন বিভাগসহ প্রশাসনকে খবর দেয়া যেত। তাছাড়াও সাপগুলো পিটিয়ে মারা ঠিক হয়নি। বনবিভাগকে খবর দিলে অবশ্যই সাপগুলোকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া যেত।