ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে ১২ লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিয়ে যায় প্রভাবশালীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৪, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ রয়েছে। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমাল ও জলোচ্ছ্বাসে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়কের পাশে সরকারি গাছ উপড়ে পড়ে যায়। পড়ে যাওয়া গাছগুলো স্থানীয় কিছু প্রভাবশালীরা সরকারি কোন নিয়ম-কানুন না মেনে কেটে নিয়ে যায়। এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বলেন, অত্র ইউনিয়নের আকাশমনি, বেল শিশু ও অন্যান্য ছোট বড় মিলিয়ে ৭৮ টি সরকারি গাছ প্রভাবশালীরা কেটে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা। কাউখালী উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপড়ে পড়া গাছগুলো উপকার ভোগীদের মাধ্যমে জিম্মায় রাখা হয়েছে, কোন  গাছ বিক্রি করা হয় নাই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সরকারি গাছ কাহারো বিক্রি করার ক্ষমতা নেই,  রাস্তা উপরে পড়ে থাকা  গাছগুলো কেটে কাহারো জিম্মায় রেখে সড়ক চলাচল সচল রাখা। তবে বিষয়টা আমি তদন্ত করে দেখব।