নিউজ ডেস্ক :: এটিএম বুথে হামলা ও ভাঙচুর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বড় বাড়িতে সাউথইস্ট ব্যাংকের একটি এটিএম বুথে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী বুথ ভাঙচুর করে টাকা লুটের চেষ্টা চালায়। পরে হামলাকারীকে আটক করে স্থানীয়রা। একপর্যায়ে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে স্থানীয় সূত্র জানায়, আজ জুমার নামাজের পর মহাসড়ক অনেকটা ফাঁকা ছিল। এ সময় এক ব্যক্তি সাউথইস্ট ব্যাংকের বুথে প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে বুথের নিরাপত্তাকর্মী জহিরুল হামলাকারীকে বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে জহিরুলের ডাকে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীকে আটক করা হয়।
বুথের নিরাপত্তাকর্মী জহিরুল হক জানান, ‘ওই লোক টাকা তোলার কথা বলে ভেতরে প্রবেশ করে। এরপর ভাঙচুর করে টাকা লুটের চেষ্টা চালায়। তখন আমি বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমি আশপাশের লোকজন ডেকে আনি। স্থানীয়রা ওই লোককে আটক করে। এ ঘটনার সঙ্গে সঙ্গে আমি ৯৯৯ ফোন করি। তারপর পুলিশ আসে।’
এটিএম বুথে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি।
গাছা থানার ওসি মো. ইব্রাহিম কালবেলাক জানান, ‘ফোন পেয়ে পুলিশ পাঠিয়েছি। স্থানীয় জনতার হাতে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলা যাবে।’